এ যেন অঘোষিত হরতাল!
প্রকাশিত হয়েছে : ৩:০৫:২১,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
এ যেন পুরোদমে হরতাল, দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ, মানুষের কোলাহল, যানবাহনে ভরপুর রাজধানী ঢাকা শহরে যেন একদম হরতালের আমেজ বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে বিকেল অবধি রাজধানীর ব্যস্ততম এলাকাগুলো ঘুরে দেখা গেছে রাস্তায় যেমন যানবাহনের সংখ্যাও খুবই কম তেমনি মানুষের পদচারণাও ছিল অনেকাংশেই নগন্য।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, ঝিগাতলা, সাইন্সল্যাব, এ্যালিফেন্ট রোডসহ আরো কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ব্যস্ততম এসব রাস্তায় যানবাহন একবারেই কম এবং মানুষজনের উপস্থিতিও ছিল উল্লেযোগ্য হারে কম সংখ্যক। তবে দুপুর গড়িয়ে বিকেল হতে রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, গুলিস্থান, কাঁটাবন, শাহবাগ, মতিঝিলসহ আরো কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় যানবাহন এবং মানুষের কোলাহল কিছুটা বাড়লেও প্রকৃতপক্ষে যেন রাজধানীতে অনকেটাই হরতালের আমেজ বিরাজ করছিলো। এদিকে এছাড়াও রাজধানী থেকে দুরপাল্লার বাসও খুব কম সংখ্যকই ছেড়ে গেছে।
অপরদিকে রাজধানীর বিপনীবিতানগুলোও বন্ধ রাখতে দেখা গেছে, তবে দু-একটি দোকানপাট খোলা দেখা গেলেও ক্রেতা উপস্থিতি ছিল না বললেই চলে। এছাড়া ফুটপাতে ভাসমান হকারদের কিছু ফল, সবজি ও কাপড়ের দোকান চোখে পরলেও ক্রেতা না থাকায় বিক্রেতাদের অলস সময় পার করতেই লক্ষ করা গেছে।
তবে জানা গেছে, পবিত্র শব-ই-বরাতের রাতে রাজধানীর মানুষ মহান আল্লাহর মেহেরবানীতে সারারাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকায় এমন হরতালের আমেজ বিরাজ করছিলো। এছারা শব-ই-বরাত উপলক্ষে আজ সরকারি ছুটিও এই হরতালের আমেজের অন্যতম একটি কারণ বলে জানা গেছে।
রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা শাহবাগের সিএনজি চালক আয়নুল হক বলেন, গাড়ি নিয়া সকালে বের হইছি কিন্তু রাস্তা ফাঁকা, রাস্তায় যাত্রী নাই। সকাল থেকে এ পর্যন্ত যা রোজগার করছি তা থেকে গ্যাস তোলা আর দুপুরে খাইয়া এখন আর পকেটে টাকাই নাই। তিনি তার পকেট থেকে টাকা বের করে দেখিয়ে বলেন, এখন পকেটে আর মাত্র একশ কয়েক টাকা আছে, আজ রোজগারের অবস্থা একদম খারাপ।
রাজধানীর বাসচালক নান্নু মিয়ার কন্ঠেও একই শুর, মলিন কন্ঠে তিনি জানালেন, আজ একবারেই রোজগার নেই। সকালে গাড়ি নিয়া বের হইছি কিন্তু সারাদিন প্রায় শেষের দিকে হলেও ইনকাম একবারেই নাই বললেই চলে। তিনি বলেন, এ যেন একেবারেই হরতালের মতই। রাস্তায় গাড়িও কম, আর আমার যারা গাড়ি নিয়া বের হইছি কিন্তু যাত্রী বের না হওয়ায় রোজগাড় খুবই কম।
এমন হরতাল আমেজ প্রসঙ্গে রাজধানীর শাহবাগে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমিরুল ইসলাম বলেন, আজ একেবারে রাস্তায় যানবাহন কম। বলতে গেলে আজ সারাদিন হরতালের চেযেও রাস্তায় গাড়ি কম। তবে প্রকৃতপক্ষে পবিত্র শব-ই-বরাত হওযায় মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল থাকায় রাজধানীর এমন ফাঁকা ও হরতালের মত অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।