সিলেটে ৩ ইয়াবা ব্যবসায়ী ও ১ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৫০,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ী ও এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার
রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার সবুজবাগ থানার উত্তর বাসাবো ৪০ নং বাসার বাসিন্দা নজরুল ইসলাম, কুমিল্লা জেলার দাউদকান্দি থানাও তুজার
ভাঙ্গা গ্রামের বাসিন্দা সুমন মিয়া (৩০) ও বিয়ানীবাজার উপজেলার সাপা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ (২৯)।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জেলরোডের হোটেল আল ফয়েজ থেকে ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র্যাব।
এদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে মঈন উদ্দিন সেলিম নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, মঈন উদ্দিন নগরীর চিহ্নিত ছিনতাইকারীদের মধ্যে একজন। বাকিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন
থানায় একাধিক মামলা রয়েছে।