৪৫টি ট্যাংকসহ সৌদি ঘাঁটি দখল করেছে ইয়েমেনি যোদ্ধারা
প্রকাশিত হয়েছে : ১০:৩২:৪৬,অপরাহ্ন ০১ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইয়েমেনে আনসারুল্লাহ’র অনুগত স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সশস্ত্র সেনাদল সীমান্তবর্তী আসির এলাকায় অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে। ইন্টারনেট ভিত্তিক বার্তা সংস্থা আল ওয়াহদাতের উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ৪৫টি ট্যাংক, ৫৫টি সাজোয়া গাড়ি, বেশ কিছু গোলা ও অন্যান্য সামরিক সরঞ্জাম, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ৪৬৫টি ক্ষেপণাস্ত্র ইয়েমেনের যোদ্ধারা দখল করে নিয়েছে। ওই অভিযানে ৫০ জনের বেশি সৌদি সেনা নিহত এবং আরো ৪০জনকে আটক করা হয়েছে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় গত শুক্রবার থেকে সৌদি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে আসছে। এদিকে নাজরান ও জারান এলাকায় অবস্থিত সৌদি সেনারা ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ গত ২৬ মার্চ থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এ পর্যন্ত ইয়েমেনের বহু অবকাঠামো ধ্বংস করেছে।
সূত্র: রেতে