আগামীকাল দশম সংসদের বাজেট অধিবেশন শুরু
প্রকাশিত হয়েছে : ২:০১:৪২,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় শুরু হচ্ছে। এটি দশম জাতীয় (বর্তমান) সংসদের ষষ্ঠ অধিবেশন। গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
আসন্ন এ অধিবেশনে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে। আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট উপস্থাপন করবেন। ইতোমধ্যে সংসদ সচিবালয় বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
অধিবেশন শুরুর আগে সোমার বিকাল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কিমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে এ অধিবেশনের মেয়াদকাল, চলতি ২০১৪-১৫ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং আসন্ন ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনার ঘণ্টা নির্ধারণসহ কার্যক্রম চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশনে বাজেট কার্যক্রমের বাইরে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।
এদিকে, একনেকের বৈঠকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দসহ আগামী অর্থবছরের জন্য মোট ১ লাখ ৯৯৭ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এছাড়া আগামী অর্থ বছরের বাজেটের আকার ২ লাখ ৯৭ হাজার কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে মোট রাজস্ব আয় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা ধরা হতে পারে। এ আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড খাতে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হতে পারে। জিডিপি প্রবৃদ্ধি ৭.৬ ধরা হতে পারে।