ছাত্রলীগের প্রার্থী হতে সনদ জালিয়াতি!
প্রকাশিত হয়েছে : ১১:৪০:১৮,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য সনদ জালিয়াতির খবর বেশ পুরনো।কিন্তু এবার রাজনৈতিক নেতা হওয়ার জন্য সনদ জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এই অভিযোগ পাওয়া গেছে খোদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এক প্রার্থীর বিরুদ্ধে। ওই প্রার্থীর নাম রকিবুল ইসলাম মিনা। তিনি ছাত্রলীগের প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত বয়স ২৭ বছর অতিক্রম করেছেন অনেক আগেই। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রকিবুল ইসলাম মিনা নামের অন্য এক ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্য কাগজপত্র নিজের নামে জমা দিয়ে ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা উত্তরের সহ-সভাপতি প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু বাংলা ট্রিবিউনকে জানান, তারাও এ ধরনের অভিযোগ পেয়েছেন। তবে তারা অভিযোগের কোনও সত্যতা পাননি।