মিষ্টির দাম বাড়ানোয় দোকানিকে অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৩৪,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
রংপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর মিষ্টির দাম বাড়ানোয় দুই দোকানিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, ফলাফল ঘোষণার পর রংপুরের পুষ্টি ও দধি ঘর নামে দুই প্রতিষ্ঠান প্রতি কেজি মিষ্টির দাম ২০ টাকা করে বাড়িয়ে দেয়।
অভিযোগ পাওয়ার পর শনিবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী দোকান দুটিতে অভিযান চালান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি জরিমানা করেন। এছাড়া প্রতিষ্ঠান দুটিতে বিক্রয় মূল্যের তালিকা না থাকার অভিযোগে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।