সৌদি আরবে চরমোনাই পীরের ভাই আটক
প্রকাশিত হয়েছে : ১:২৪:৩৫,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সৌদি আরবে আটক হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ ফায়জুল করিম। এসময় আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রিয়াদে স্থানীয় সময় রাত ১২টায় এক মাহফিল থেকে তাদের আটক করা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, চরমোনাই পীরের আরেক ভাই, ইউপি চেয়ারম্যান সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি ইসলামী মাহফিলে অংশ নিতে দলের নায়েবে আমির সৈয়দ ফায়জুল করিম সৌদি যান। সেখানে মাহফিল অনুষ্ঠানের সময় পুলিশ তাকেসহ ৪ জনকে আটক করে। সৈয়দ ইসহাক আরো জানান, পুলিশকে ভুল তথ্য দিয়ে এ কাজ করিয়েছে আহলে হাদিস (লা মুজাব) গ্রুপ। আজকের মধ্যে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
জানা গেছে, ৪ জনের মধ্যে ২ জনকে ছেড়ে দিলেও ফায়জুল করীম ও তার সফরসঙ্গীকে ঐ দিন শুক্রবার হওয়ায় জামিন দেওয়া হয়নি। এছাড়া তার বয়ানের ক্যাসেট যাচাই বাছাই করার পরে তাদের জামিনের বিষয়টি আমলে নেয়া হবে বলে সূত্রে জানা গেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।