অপহরনের ৪ দিনেও উদ্ধার হয়নি ছাত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৪১:০৩,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (২০১৫ সালের) এসএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার লিমা (১৪)। এতে উদ্বেগ প্রকাশ করেছে তার সহপাঠি ও স্বজনরা।
এ ঘটনায় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভিকটিম পরিবার। গত বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন মেয়েটি।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত লিমা চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো: লোকমান হোসেনের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক ও অপহৃককে উদ্ধার করতে পারেনি।
যোগাযোগ করা হলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নুর জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মৌখিকভাবে অভিযোগ করেছে ভিকটিম পরিবার।