মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৩৫,অপরাহ্ন ২৫ মে ২০১৫
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারে বজ্রপাতে রশিদ মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রশিদ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার চৌধুরীবাজার গ্রামে।
একাটুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে রশিদ মিয়া বড়বাড়ি গ্রামের বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।