নগরীতে বাল্যবিবাহ সচেতনতা বিষয়ক র্যালি
প্রকাশিত হয়েছে : ১:০৮:৪৫,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক র্যালি করেছে জীবিকা বহুমুখি সমাজকল্যান সংস্থা।
সোমবার সকালে নগরীর নেহারীপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে জেলা শিশু বিষয় কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই র্যালির মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এন ডি এস ফাউন্ডেসনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণব এর পরিচালনায় ও জীবিকা বহুমূখী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাবেয়া আক্তার রিয়ার সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেবেকা বেগম (রেণু)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী জেলা সংগঠক সাইদুর রহমান ভূইয়া।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন, জীবিকা বহুমূখী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আক্তার চৌধুরী, অর্ণব সংগঠনের সভাপতি সৈয়দ রিয়াজ মনোয়ার, আরজ আলী স্মৃতি কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক ছাদিকুল আলম প্রমুখ।