এশিয়ার সবচেয়ে বড় ক্রুশ হচ্ছে পাকিস্তানে
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪১,অপরাহ্ন ২৪ মে ২০১৫
আন্তর্জাতকি ডেস্ক: পাকিস্তানের করাচি শহরে সংখ্যালঘুদের উপর হামলার সাক্ষী হিসেবে ক্রুশ তৈরি করছে দেশটির খ্রিস্টান সম্প্রদায়। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রুশ এবং বুলেট প্রুফ হিসেবে তৈরি করা হচ্ছে।
১৪০ ফুটের ক্রুশটি গোরা খ্রিস্টান কবরস্থানে তৈরি হচ্ছে। পাকিস্তানের খ্রিস্টান ব্যবসায়ী পারভেজ হেনরি গিল স্বপ্নে দেখেন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য স্রষ্টা তাকে ক্রুশ তৈরি করতে বলছেন। স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি ৯০ শতাংশ মুসলিম দেশে এশিয়ার সবচেয়ে বড় ক্রুশ তৈরি করছেন।
পারভেজ হেনরি গিল ক্রুশ সম্পর্কে বলেন, ‘ক্রুশে গিয়ে মানুষ শান্তি পাবে। চিন্তা মুক্ত হয়ে ঘরে ফিরবে।’
ক্রুশে কাজ করা মুসলিম শ্রমিক মোহাম্মদ আলী জানান ষ্টার জন্য ক্রুশ তৈরি করছেন। তিনি দিনে ১৪ ঘণ্টা করে সপ্তাহে ৭ দিনই কাজ করেন।
করাচিতে ২১ মিলিয়ন মানুষ বসবাস করেন তার মধ্যে ১ মিলিয়ন খ্রিস্টান সম্প্রদায়ের।
পাকিস্তানে খ্রিস্টানরা বরাবরই অবহেলিত। ২০১৩ সালে করাচির এক চার্চে আত্মঘাতী বোমা হামলায় ১০০ জন মারা যায়। সেই কথা মাথায় রেখেই ক্রুশটি বুলেট প্রুফ হিসেবে তৈরি করা হচ্ছে বলে জানান পারভেজ হেনরি গিল।