সিলেটে কোন্দলের জের ধরে বৃদ্ধ খুন
প্রকাশিত হয়েছে : ৫:০১:২৫,অপরাহ্ন ২৪ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষের সুলফির আঘাতে আছদ্দর আলী (৫৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে একই গ্রামের ইউসুফ আলীর সাথে কথা কাটাকাটি হয় আছদ্দর আলীর।
এরপর রাস্তায় একা পেয়ে আছদ্দর আলীর বুকে সুলফি দিয়ে আঘাত করেন ইউছুফ আলীর ছেলে কামরুল ইসলাম।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, পূর্ব বিরোধ নিয়ে খুনের ঘটনা ঘটেছে।