হবিগঞ্জে ছিনতাইয়ের টাকাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১২:৫০:১৫,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জে আড়াই লাখ টাকা ছিনতাইকালে মুন্না সূত্রধর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কের ডাকঘর সড়ক এলাকায় পূবালী ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে।
আটক মুন্না শহরের চিড়াকান্দি এলাকার লনিকান্ত সূত্রধরের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে হবিগঞ্জ শহরতলীর ২ নম্বর পুল এলাকার এম হাই অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক জসিম উদ্দিন পূবালী ব্যাংক প্রধান শাখায় টাকা জমা দিতে যান। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আটক মুন্নাসহ তিন ছিনতাইকারী তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে ২ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা ছিল।
জসিম উদ্দিনের চিৎকারে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে টাকার ব্যাগসহ মুন্নাকে আটক করে। এ সময় অপর দুইজন দৌঁড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণমোহন বিষয়টি নিশ্চিত করেছেন।