জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১:১৩:২৮,অপরাহ্ন ১৪ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুদিন ৩০মে এর দুই দিন আগ থেকেই ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত পালন করা হবে দলের বিভিন্ন কর্মসূচি।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় কর্মসূচির বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিএনপির যুগ্মসম্পাদক এম শাহজাহানের সভাপতিত্বে দলের পক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে এম শাহজাহান জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের ১৪ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্রে প্রকাশনা এবং দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি।।
সংবাদিকদের কাছে এম শাহজাহান বলেন, ‘আমার শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই। এতে সরকার কোন বাধা তৈরি করবেনা বলে আশা করছি।’
১৯৭৮ সালে নিজ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে কতিপয় সেনাসদস্যের হাতে নিহত হন তিনি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে থেকে ১০জুন পর্যন্ত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনগুলো। এছাড়া ৩০ মে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে দলটি।