সিলেটে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৯:০২:২৬,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর রাজারগলিতে বুধবার বেলা পৌনে ২টার দিকে সন্দীপ দেব নাসে এক ঔষধ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।
তিনি বাগবাড়ি সোনার বাংলা ৮৮ নম্বর বাসার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্দীপ দেব বুধবার দুপুরে এবি ব্যাংকের সুরমা মার্কেট থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। উত্তোলিত অর্থ নিয়ে মোটর সাইকেলযোগে বাগবাড়ি যাওয়ার পথে রাজারগলি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা সন্দীপের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে এ এস আই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।