জকিগঞ্জে ১ আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত : আসামি গুলিবিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১:২০:০৩,অপরাহ্ন ০৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: জকিগঞ্জের বারঠাকুরি ইউনিয়নের দিঘালী গ্রামের হারিস উদ্দিনের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামি এনাম উদ্দিনকে ধরতে গিয়ে হামলায় জকিগঞ্জ থানার ৪ পুলিশ সদস্য আহত হন, এতে গুলিবিদ্ধ হয়েছেন আসামি এনাম উদ্দিন।
বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, গতকাল দিবাগত রাত ৪টায় জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি এনাম উদ্দিনকে ধরতে যায়। পুলিশ আসামিকে না পেয়ে তাঁর ভাই আফজল হোসেনকে ধরে নিয়ে আসার সময় পাশের বাড়িতে আত্মগোপনে থাকা আসামি এনাম উদ্দিনসহ তাঁর পক্ষের লোকেরা পুলিশের উপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং আসামি এনাম উদ্দিন গুলিবিদ্ধ হন।
ওসি সফিকুর রহমান খাঁন জানান, থানার একদল পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি এনাম উদ্দিনকে ধরতে গেলে আসামি এনাম উদ্দিনসহ অন্যরা ডাকাত ডাকাত বলে পুলিশের উপর হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুঁড়লে আসামি গুলিবিদ্ধ হন।