সিএমএইচে বিএমটি প্রতিস্থাপন কেন্দ্র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:৩৫,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অন্যান্য স্বাস্থ্য সুবিধাসহ একটি বোন ম্যারো প্রতিস্থাপন (বিএমটি) কেন্দ্র যাত্রা শুরু করেছে। দেশে এটি এ ধরনের দ্বিতীয় কেন্দ্র। এরফলে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা হলো। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচনের মাধ্যমে সিএমএইচ-এ বিএমটি সেন্টার ও একটি পোস্ট এনাসথেটিক কেয়ার ইউনিট, একটি ক্রিটিক্যাল কেয়ার সেন্টার এবং একটি ক্যাজুয়ালিটি ও ইমারজেন্সী ইউনিট উদ্বোধন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এবং আর্মি হেডকোয়ার্টার কনফারেন্স ও অডিটরিয়াম কমপ্লেক্সও উদ্বোধন করেন।
বাংলাদেশে ব্লাড ক্যান্সার ও ব্লাড সংক্রান্ত রোগব্যাধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত ৫ বছরে ঢাকা সিএমএইচ-এ এ ধরনের ৪২৩ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু এর বাইরে খুব কম সংখ্যক রোগী চিকিৎসা পেয়েছে। সিএমএইচ সূত্র জানায়, বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রে ৯৪ জন সম্ভাব্য রোগীকে চিকিৎসা দেয়া যাবে। এ বাস্তবতা থেকেই ঢাকা সিএমএইচ-এ বিএমটি সেন্টার স্থাপন করা হয়েছে। এতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের রোগীই চিকিৎসা পাবে।
ঢাকা সিএমএইচ-এ বিএমটি সেন্টারে রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। এখানে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর ব্যয়বহুল চিকিৎসার তুলনায় ব্লাড ক্যান্সার ও ব্লাড সংক্রান্ত রোগের চিকিৎসা কম খরচে করা যাবে। নতুন প্রতিষ্ঠিত বিএমটি সেন্টারে বিএমটি ল্যাব, একটি বিশেষ হ্যামাটোলোজি ওয়ার্ড, স্টিম সেল ল্যাব, এ্যাপারসিস রুম, এইচইপিএ ফিল্টার/এইচভিএসি সিস্টেম এবং ব্লাড ব্যাংকসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।