কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৭:৫২:২৪,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দুরকীপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২৪ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৫ মে) সকালে উৎমা বিওপি’র বিজিবি সদ্যস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করেন। পরে এগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য এক লাখ ৮৬ হাজার টাকা বলে জানা গেছে।