খোকাকে টপকে গেলো চিনিবিবি
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৩৪,অপরাহ্ন ০৩ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: শুক্রবার মানেই নতুন ছবি। সেই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল দেশব্যাপী প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় জয় চৌধুরী-মিষ্টি জান্নাত অভিনীত ছবি ‘চিনিবিবি’ এবং দেব-শুভশ্রী জুটির ‘খোকা ৪২০’। যদিও কলকাতার ছবি বাংলাদেশের হলগুলোতে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বেশ জোড়েশোড়ে আন্দোলনও হয়েছিল। কিন্তু সব বাঁধা ছাপিয়ে বাংলাদেশে মুক্তি পায় খান ব্রাদার্সের আমদানি করা এই ছবিটি।
এদিকে রাজধানীর বিভিন্নস্থানে বিশেষ করে শাহবাগে স্থাপিত ‘খোকা ৪২০’ ছবির একটি বিলবোর্ড দর্শকদের নজর কেড়েছে। যেখানে লেখা রয়েছে ‘আমি দেব, এই প্রথমবার আসছি বাংলাদেশের রূপালি পর্দায়। আমার সঙ্গে দেখা করতে চলে আসুন আপনার প্রিয় প্রেক্ষাগৃহে।’ এমনই বিভিন্ন বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চলছে ছবিটির। টালিউডের অভিনেতা দেব, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান, রজতাভ দত্ত, তাপস পাল অভিনীত’ছবি ‘খোকা ৪২০’ মুক্তি পেয়েছে ৪২টি প্রেক্ষাগৃহে। অপরদিকে নজরুল ইসলাম পরিচালিত ও জয় চৌধুরী-মিষ্টি জান্নাত অভিনীত ‘চিনিবিবি’ মুক্তি পেয়েছে ৪০টির বেশি প্রেক্ষাগৃহে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয় বাংলা ও হিন্দি ছবি মুক্তির মাধ্যমে দর্শকদের মন জয়ের চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ মালিকদের একটি অংশ। পাশাপাশি কিছু পুরনো জনপ্রিয় ছবিও মুক্তি দেয়া হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এছাড়া তাদের আমদানি করা ছবি ব্যবসা সফল হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট মহলের মধ্যে বেশ দ্বিধা-দ্বন্দ রয়েছে। কারণ সালমান খান, শাহরুখ খান, তাপস পাল, প্রসেনজিৎ ও জিতের অভিনীত চলচ্চিত্র সেভাবে দর্শক সাড়া ফেলেনি বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে। তারপরও কেমন সাড়া পড়েছে খান ব্রাদার্সের আমদানি করা ছবি ‘খোকা ৪২০’কে কেন্দ্র করে, এ বিষয়ে বাংলামেইলের মুখোমুখি হয়েছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, ‘চিনিবিবির দর্শক জনপ্রিয়তা বেশ ভাল। দর্শকরা বেশ আনন্দ নিয়ে হলে গিয়ে ছবিটি দেখছে। এছাড়া পরিচালক নজরুল ইসলামের আলাদা একটি সুনাম রয়েছে। ‘খায়রুন সুন্দরী’সহ কিছু ব্যবসা সফল ছবি তিনি বানিয়েছেন। ‘খোকা ৪২০’ প্রায় মুখ থুবড়ে পড়েছে সে হিসেবে। তাছাড়া সিটি নির্বাচনকে কেন্দ্র করে হলগুলোতে দর্শক সংখ্যাও কম ছিল।’
এদিকে ‘খোকা ৪২০’এর আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্সের স্বত্তাধিকারি সাইফুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ভারতের ব্যবসা সফল ছবি খোকা ৪২০ ঢাকার হলগুলোতে সেভাবে সাড়া পাচ্ছে না। তবে ঢাকার বাইরে মোটামুটি চলছে। কিন্তু চিনিবিবি সে তুলনায় বেশ ভালো চলছে। দেবের সিনেমাটি মুক্তি পেয়েছে অনেক সময় আগে। টেলিভিশন, ইউটিউব, ডিভিডির মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই ছবিটি দেখেছেন। যদি কোন নতুন ছবি একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়, তাহলে দর্শক সাড়াটা বুঝা যেত।’
ভারতীয় নতুন ছবি আমদানি করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘এখন এ বিষয়ে কিছু বলতে পারব না। সিনেমা আমরা ব্যবসা করার জন্য আমদানি করিনি। আমাদের হলগুলোর অবস্থা খুবই খারাপ, তার চেহারা ফিরোনোর জন্য এবং হলগুলোতে দর্শক আবার কিভাবে নিয়ে আসা যায় তার জন্য একটি প্রচেষ্টা মাত্র।’
অন্যদিকে পরিচালক নজরুল ইসলাম বাবু ‘চিনিবিবি’ নিয়ে দারুণ আশাবাদি। ৪০টির বেশি প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে সিনেমাটি। তিনি বলেন, ‘আমার ছবির গল্পই দর্শক টানবে। গ্রামীণ পটভূমির গল্প সবসময় দেখতে চান দর্শক। তাদের চাহিদার কথা মাথায় রেখে সুন্দর গল্প আর গান নিয়ে দিয়ে সিনেমাটি বানিয়েছি। দর্শক হতাশ হবেন না।’
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানির বিপরীতে আমদানি নীতিমালার আওতায় ‘খোকা ৪২০’ এনেছেন খান ব্রাদার্স। এ সিনেমার বিপরীতে রফতানি করা হয়েছে শাকিব খান-পূর্ণিমা অভিনীত ‘মা আমার স্বর্গ। গত মার্চে শাকিব খানের ‘এই তো প্রেম’ ও শাহরুখ খানের ‘ডন ২’ মুক্তি পায় একই সপ্তাহে। সে সময় ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে ছিলেন শাকিব খান।