চবির নতুন প্রক্টর ড. অহিদুল আলম
প্রকাশিত হয়েছে : ৫:০৪:৫৪,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২৪
মো.আবদুল্লা আল আমীন:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে ২১ এপ্রিল থেকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১ বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।
একই বিজ্ঞপ্তিতে সদ্য সাবেক প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে নতুন প্রক্টর অহিদুল আলমকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, আজকেই প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ার খবর পেয়েছি। আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে যোগদান করবো। আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে এগিয়ে নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। হলসমূহের উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি কাজ করে যাব।