কুবিতে কনসার্ট শেষে মাঠের উচ্ছিষ্ট পরিষ্কার ‘প্লাটফর্মের’
প্রকাশিত হয়েছে : ২:৪৩:১২,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ‘নিউ ইয়ার লেটস ভাইব’ আয়োজিত কনসার্ট শেষে মাঠে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টির একমাত্র ব্যান্ডদল ‘প্লাটফর্ম’। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্লাটফর্মের সদস্যরা এ কাজ শুরু করে। পরে তাদের দেখে সাধারণ শিক্ষার্থীরাও এ অভিযানে অংশ নেন।
মো: আবদুল্লা আল আমীন
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্লাটফর্ম ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী হাতে গ্লাবস পরে মাঠে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে এবং ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থেই তাদের এ অভিযান। পুরো মাঠ পরিষ্কার করাই তাদের লক্ষ্য।
প্লাটফর্মের ভোকালিস্ট ইমাম হোসেন মাসুম বলেন, ‘আমাদের প্রোগ্রামে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছিল। এতো মানুষের সমাগমে মাঠটি বিভিন্ন পলিথিন, কাগজ, বোতল ও হাবিজাবি জিনিসে সয়লাব হয়ে যায়। যেহেতু এ অনুষ্ঠানের আয়োজনে আমরা প্লাটফর্ম ছিলাম, সেহেতু আমরা চেষ্টা করছি মাঠটি পরিষ্কারের। শুধু প্লাটফর্ম না আমাদের বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে আমরা এ উদ্যোগটা গ্রহণ করেছি’।
প্লাটফর্মের ব্যান্ড ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করেছি। এই কনসার্ট করতে গিয়ে কিছু ময়লা-আবর্জনা হয়েছিল, সেগুলো আমরা প্লাটফর্ম ও আয়োজকদের পক্ষ থেকে নিজেরাই ছোট ভাই-বোনদের নিয়ে পরিষ্কার করছি। গ্রীন ক্যাম্পাস মোটিভকে সামনে নিয়ে আমরা পরিষ্কার করার কাজটি করছি। আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থী বান্ধব কাজ করার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে মটো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো সেই মটোকে আমরা ধারণ করি এবং আমরা চাই আধুনিক, সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করুক।