যে সব বিভাগে বৃষ্টির তথ্য জানাল আবহাওয়া দফতর
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫৮,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২৪
দেশের মধ্যাঞ্চলে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করলেও উত্তরের রংপুর বিভাগে এখনও অনুভূত হচ্ছে তীব্র শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার আশপাশেই রয়েছে দিনাজপুরসহ ওই বিভাগের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
মো: আবদুল্লা আল আমীন
এরমধ্যে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে দিয়েছে তাপমাত্রা বাড়ারও সংবাদ।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাতে খুলনা বিভাগের দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
এদিকে সিনপটিক অবস্থা জানিয়ে আবহাওয়া দফতর বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।