নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২
প্রকাশিত হয়েছে : ২:০৩:৪০,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর সুবিদবাজার এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই গাড়ি চালক রক্তাক্ত জখমের শিকার হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় রাজু রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে নগরীর পনিটুলা এলাকার অনুকূল চন্দ্র দাসের ছেলে প্রাইভেট কার চালক অসিত চন্দ্র দাস (২৪) ও সুবিদবাজার বনকলাপড়ার ১৩৪ নম্বর বাসার জাকির হোসেন খোকার ছেলে মাইক্রোবাস চালক সাইদুল ইসলাম সাহেদ (২৭)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালের চার তলার ৫ ও ৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অসিতের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্তা আশঙ্কাজনক।
আহতের স্বজনরা জানান, রোববার ৫ টার দিকে অসিত তার প্রাইভেট কারটি রাজু রেস্টুরেন্টের সামনে পার্ক করে খেতে যান। এসময় পাশের পান ব্যবসায়ী কদরিস আলী তাকে গাড়ি না রাখার জন্য নিষেধ করে। তখন অপর মাইক্রোবাস চালক আমিরুলের সাথে অসিতের কথাকাটাকাটি হয় গাড়ি রাখা নিয়ে। একপর্যায়ে আধঘন্টা পর আমিরুল ১০/১২ জন দুর্বৃত্ত নিয়ে অসিতের ওপর হামলা চালায়। হামলায় তারা আহত হন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।