ফিনল্যান্ডে গরম পানি ছুড়লেই হয়ে যাচ্ছে বরফ
প্রকাশিত হয়েছে : ১০:১০:২৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২৪
চলতি সপ্তাহে ফিনল্যান্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে গরম পানি ছুড়লেই তা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বরফে পরিণত হচ্ছে। দেশটিতে ঘুরতে যাওয়া এক পর্যটক এ অবস্থা দেখে মুগ্ধ হয়েছেন।
ওই পর্যটক বলেন, এরকম পরিবেশ সবখানে পাওয়া যায় না। কারণ বিশ্বের অনেক স্থানে প্রচণ্ড ঠাণ্ডা পড়লেও এরকম দৃশ্যের দেখা মেলে না।
৪৯ বছর বয়সী লাউরি আনটামো বন্ধুদের সঙ্গে দক্ষিণ ফিনল্যান্ড থেকে নতুন বছরের ছুটিতে ফিনিশ ল্যাপল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তিনি মাইনাস ৩০ ডিগ্রি মাত্রার সঙ্গে বসবাস করেন।
তিনি বলেন, ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখেছিলাম, আকাশের দিকে গরম পানি ছুড়লেই তা বরফে পরিণত হচ্ছে। আমি মনে করেছি এগুলো সম্পাদনা। কিন্তু মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় এমন দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি।
তিনি আরও বলেন, পানি গরম করে কেবিন থেকে বাইরে গেলাম। গরম পানি আকাশে ছুড়তেই তা বরফে পরিণত হয়ে নিচের দিকে পড়তে থাকে। আশঙ্কা ছিল গরম অবস্থায় পানি আমার মাথার উপরে পড়বে।
নর্ডিক দেশগুলোতে গত কয়েকদিন ধরে ভয়াবহ ঠাণ্ডা পড়ছে। গত ২৫ বছরের মধ্যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।