খালেদা জিয়ার গাড়িবহরে যুবলীগ-ছাত্রলীগের হামলা
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৪৪,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। কাওরান বাজারে এই হামলা হয়। বিকাল পৌনে ছয়টার দিকে কর্তব্যরত পুলিশের সামনেই খালেদার গাড়ি বহরে হামলা চালায় সরকার দলীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে খালেদা জিয়ার পরিস্থিতি কী তা এখনও জানা যায়নি।
সোমবার কোনও ধরনের সরকারি প্রটোকল ছাড়াই টানা তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল সাড়ে চারটার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন। এরপর গুলশান ২, বনানী ও মহাখালী হয়ে ফার্মগেটের দিকে যায় তার গাড়ি বহর। যদিও আগের দু’দিন তার সঙ্গে সরকারি প্রটোকল ছিল। এর আগে গতকাল রবিবার প্রচারণায় গিয়ে তিন দফায় আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধার মুখে পড়েন তিনি।