ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকায় বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ৫:৫০:১২,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ভূমধ্যসাগরে প্রায় ৭শ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে কয়েকজন বাংলাদেশি ছিলেন বলে খবর পাওয়া গেছে। তবে শনিবার লিবিয়া উপকূলের কাছে ডুবে যাওয়া ওই নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি ছিলেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এপি জানিয়েছে, ইটালির সরকারি কৌঁসুলিরা সিসিলিতে চিকিৎসার জন্য নিয়ে আসা একজন বাংলাদেশির সাথে কথা বলেছেন। উদ্ধারকৃত ওই বাংলাদেশি তাদের বলেছেন, ওই নৌকায় ৯৫০ জন যাত্রী ছিল এবং এদের মধ্যে কয়েকশ’ মানুষকে পাঁচারকারীরা বন্দী করে নিয়ে যাচ্ছিল।
ইটালিয় কর্তৃপক্ষ বলছে, এখনো পর্যন্ত প্রায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। প্রায় বিশটি জাহাজ এবং তিনটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে চালাচ্ছে ইটালি।
শনিবার মধ্যরাতে লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ১৭ মাইল দূরে আফ্রিকা থেকে সাতশোর মতো অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। তাদের গন্তব্য ছিলো ইউরোপের দেশ ইটালি।
শনিবারের ওই দুর্ঘটনার পর ভূমধ্যসাগরে টহলের বিষয়ে পরিবর্তন আনার জন্য ইউরোপীয় নেতাদের ওপর চাপ বাড়ছে। গতবছর অবৈধভাবে অভিবাসন অনুৎসাহিত করতে ভূমধ্যসাগরে টহল এবং উদ্ধার তৎপরতা কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। ওই দুর্ঘটনার পর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য ইইউ নেতাদের ওপর চাপ বাড়ছে।
ইটালিয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, এ সপ্তাহের শেষে ইইউ’র জরুরী বৈঠকের বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। আরো কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদও।
২০১৫ সালের শুধু থেকে এই পর্যন্ত মাত্র কয়েক মাসে অন্তত দেড় হাজার অভিবাসী সাগরে ডুবে মারা গেছে।