কালবেশাখী ঝড়ে দিরাইয়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১:১৬:২৮,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৫
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে কালবৈশাখী ঝড়ে কালনী নদীতে খেয়া নৌকা ডুবিতে আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যাক্তি প্রাণ
হারান। জানা যায়, তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের বাসিন্ধা। রোববার সকাল ৮ টার দিকে আচকা ঝড় শুরু হলে ঝড়ের কবলে পরে খেয়া নৌকা ডুবে যায়। এ সময় হাওরে ধানকাটার উদ্দেশ্যে পাড়ি ঝমানো উজানধল গ্রামের ২০-২৫ লোক খেয়া নৌকাতে ছিলেন। ঝড়ের কবলে পরে খেয়া নৌকাটি নদীতে তলিয়ে গেলে সবাই সাতার কেটে তীরে আসতে পারলেও আব্দুর রহমান পানেতে ডুবে মারা যান।
এ ব্যাপারে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক তালুকদার বলেন, আমি সিলেট এ আছি। ঘটনাটি আমি শুনেছি, এটা খুবই দুঃখজনক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম বলেন, খেয়া নৌকা ডুবিতে একজন নিহতের খবর পেয়েছি।