ব্রিটেন নির্বাচন : মিনা রহমানের নির্বাচনী ক্যাম্পেইনে পাকিস্তানী কমিউনিটি নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ৩:১৭:০৯,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
প্রবাস ডেস্ক::
কে কোন দলের সেটি বড় কথা নয় যে আমাদের জন্যে কাজ করবে, যাকে সব সময় কাছে পাওয়া যায় আমরা তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করবো। এমন্তব্য বার্কিংয়ে বসবাসরত পাকিস্তানি কমিউনিটির ১২ এপ্রিল দুপুরে বার্কিং মুসলিম কমিউনিটি সেন্টারে করজারভেটিভ দলীয় এমপি প্রার্থী মিনা রহমানের নির্বাচনী সভায় ব্রিটিশ পাকিস্তানী কমিউনিটি নেতৃবৃন্ধ একথা বলেন।
তারা বলেন এ আসনের লেবার দলীয় বর্তমান এমপিকে তারা কোন দিন দেখেননি এমনি তার একটি লিফলেটও পাননি। মিনা রহমান বারবার তাদের সাথে যোযোগ করছেন। এক বছরেরও বেশী সময় ধরে তিনি বার্কিংয়ের ম্যালটিক্যাচারাল কমিউনিটির জন্যে কাজ করছেন। মিনা রহমান নির্বাচিত হলে উপকৃত হবে বার্কিং এর মানুষ। পাকিস্তানী কমিউনিটির নেতৃবৃন্ধ বলেন তারা মিনা রহমানকে নির্বাচিত করতে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে কাজ করবেন।
পাকিস্তানী কমিউনিটি নেতা মোহাম্মদ রাজা বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিনা রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গিকার ব্যাক্ত করে বক্তব্য রাখেন লিয়াকত হোসেইন, মোহাম্মদ চৌধুরী আলী, ইউসুফ আহমেদ, মোহাম্মদ ফারুক, কাউন্সিলার মাহবুব চৌধুরী, রিচার্ড সেমিটেগো, সৈয়দ হোসাইন আহমদ, নজরুল ইসলাম, রইছ মিয়া, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, বিজন দূত্তা, ইউনিস কেম্বল, আব্দুর রব, গয়াছুর রহমান, এমদাদ আহমেদ প্রমুখ।