বিশ্বনাথে আ’লীগ নেতার বিরুদ্ধে অপহরণ, মারধর ও লুটপাটের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২:১৮:১৫,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন বিরুদ্ধে অপহরণ, মারধর ও নগদ ৫০ হাজার টাকা লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার কালীজুরি গ্রামের নজির মিয়া বাদি হয়ে রোববার রাতে ফখরুল ইসলাম মতছিনকে প্রধান অভিযুক্ত রেখে আরোও ৫ জনের নাম উল্লেখ্য করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যান্য অভিযুক্তরা হলেন- ফখরুল আহমদ মতছিনের পুত্র লিটন মিয়া (৩৮), ফাহিম আহমদ (২২), একই গ্রামের আলকাছ মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২), সিকন্দর আলীর পুত্র তৈয়ব আলী (৪০), ছালিক মিয়া (২৯)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, রোববার দুপুরে নজির মিয়া নগদ ৫০ হাজার টাকা সাথে নিয়ে আত্মীয় বাড়ী যাওয়ার পথিমধ্যে তার নিজ বাড়ীর সামন হইতে অভিযুক্তরা তাকে অপহরণ করে নিয়ে তাদের বাড়ীতে আটকে রাখে। এসময় অভিযুক্তরা লোহার রড়, স্টীলের পাইপ, লাঠিসোঠা দিয়ে নজির মিয়াকে মারধর করে নীলা-ফুলা জখম করেছে। পরবর্তিতে থানা পুলিশ অভিযুক্তদের বাড়ী থেকে নজির মিয়াকে উদ্ধার করেছে।
এব্যাপারে ফখরুল আহমদ মতছিন সাংবাদিকদের বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ন মিথ্যা। নজির মিয়ার সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে সে আমাদের গাড়িতে হামলা করতে চায়। এসময় তার আত্মীয় নুনু মিয়ার সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে নিয়ে যাই বিষয়টি মিমাংশা করার জন্য।
অভিযোগপত্র পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।