দাম্পত্য কলহ স্বামীদের স্পর্শ করে না
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৩২,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
লাইফ স্টাইল ডেস্ক :: ‘ঘুম’ সংক্রান্ত পরিচালিত এক জরিপে দেখা গেছে, দাম্পত্য কলহে স্ত্রীদের ঘুমে ব্যাঘাত ঘটলেও, স্বামীদের ঘুমে তেমন কোনো প্রভাব পড়ে না।
টানা ১০দিন ধরে ৩২ জন দম্পতির উপর এই জরিপ পরিচালিত হয়। অপরদিকে এই দম্পতিদের যদি সুসম্পর্ক বজায় থাকে তখন তাদের মধ্যে শান্তি এবং স্বস্তির ঘুমের অভ্যাস দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন এই জরিপটি পরিচালনা করে। তদন্ত দলের প্রধান ডা. উইন্ডি ট্রোক্সেল বলেন, ‘দাম্পত্য কলহে স্ত্রীদের রাতের ঘুম নষ্ট হয় এবং পরবর্তী দিনে সাংসারিক বিভিন্ন কাজে এই কলহের প্রভাব পড়ে।’
এই জন্যে দাম্পত্য সম্পর্ক বিশ্লেষকরা রাতে স্বস্তির ঘুম ও পরবর্তী কর্মকা- স্বাভাবিক রাখতে সুন্দর দাম্পত্য সম্পর্কের প্রতি জোর দেন।
এছাড়াও যদি কোনো দম্পতির নিয়মিত কলহের কারণে ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। তবে আচরণের কারণেও অনেকের ঘুমে সমস্যা দেখা দেয়।