রংপুরে যুবলীগ কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ১১:১০:০৯,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: প্রতিপক্ষের হামলায় রংপুর মহানগরীতে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত যুবলীগ কর্মীর নাম ইমরান হোসেন(২৫)।
জানা যায়, সোমবার রাতে প্রতিপক্ষের কয়েকজন নগরীর সাতমাথা এলাকায় তাকে কুপিয়ে জখম করে চলে যায়। আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে মঙ্গলবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।
ইমরানের মৃত্যুর খবরে সাতমাথা এলাকায় দুই পক্ষ অবস্থান নিয়েছে। এর ফলে সেখানে থমথমে ভাব বিরাজ করছে। সেই সাথে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এবং ইমরানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) কিবরিয়া।