নির্বাচনে সেনাবাহিনী নয় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে —সুরঞ্জিত
প্রকাশিত হয়েছে : ৭:২৮:২৩,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
আসন্ন সিটি নির্বাচনে সেনাবাহিনী থাকবেনা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঙ্গিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী কর্তৃক আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবি অগ্রহণ যোগ্য। সেনাবাহিনী যত্রতত্র ব্যাবহারের জন্য নয়। এটা আইনের কোথাও নেই। অতীতের নির্বাচন গুলো এই বাহিনী ছাড়াও সুষ্ঠ হয়েছে, এখনও হবে।
সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে সুরঞ্জিত বলেন, এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) থাকবে। কিন্তু এর জন্য প্রধান বাধাই হল বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার সন্ত্রাসী কর্মসূচি। সন্ত্রাসীদের জন্য কোন সমতা থাকবেনা তবে এ থেকে বেরিয়ে আসতে পারলে সমতা নিশ্চিত হবে।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। নির্বাচনেও আসবেন আবার হরতাল-অবরোধ দিয়ে রাখবেন এটা হতে পারেনা। অভিলম্ভে এই সকল কর্মসূচি বন্ধ করে প্রমাণ করতে হবে তারা জঙ্গীবাদ ছেড়ে গনতন্ত্রের পথে ফিরে এসেছে।
তিনি আরো বলেন, অতীতের নির্বাচনের মত এই নির্বাচনও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন হবে। জনগণ নির্বিগ্নেই ভোট কেন্দ্রে আসবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে কেউ বাধার সৃষ্টি করলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু শতীশ চন্দ্র রায়, সংগঠনের সভাপতি ডঃ ইমদাদুল হক সেলিম, মহাসচিব হুমায়ূন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।






