সিলেটে বিজিবি’র অভিযানে ১০ লাখ টাকার মাদক আটক
প্রকাশিত হয়েছে : ১২:০৬:০৯,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৮০৩ বোতল ভারতীয় তৈরি মাদকের চালান আটক করেছে। তবে অভিযানকালে মাদক চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৬৪৯ বোতল অফিসার চয়েজ মদ, ১১৮ বোতল ফেন্সিডিল এবং ৩৬ বোতল সুপার ষ্ট্রং বিয়ার।
সিলেট ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ১টি বিশেষ টহল দল ২৭ মার্চ শুক্রবার ভোররাত ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় উল্লেখিত মাদকের চালান আটক করে। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৭০০ শত টাকা। আটককৃত মদ সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।