এখনো বেঁচে আছেন জিয়াউর রহমানের দয়ায় ইনু : হান্নান শাহ
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:৪৯,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এখনো বেঁচে আছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
তিনি বলেন, ‘জিয়ার রহমানের অনুকম্পায় এখনো বেঁচে আছেন ইনু।’
৭ নভেম্বরের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে হান্নান শাহ বলেন, ‘তৎকালীন সময়ে হাসানুল হক ইনু সেনাবাহিনীর মধ্যে গোপনে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ নামে একটি সংগঠন এবং আলাদা গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতির সূচনা করেছিলেন।’
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘সরকার প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে’ অভিযোগ করে হান্নান শাহ বলেন, ‘এজন্য তারেক রহমান কিছু বললেই তা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হচ্ছে।’
তিনি বলেন, ‘যেখানে প্রতিহিংসার রাজনীতি হয়, সেখানে বিচার বিভাগ কলুষিত হয়। মানবাধিকার বলতে কিছু থাকে না।’
হান্নান শাহ বলেন, ‘প্রতিহিংসার রাজনীতিতে সর্বপ্রথম বিরোধী দলকে নিশ্চিহ্ন করার টার্গেট নেয়া হয়। সেজন্য বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দেশে প্রত্যন্ত অঞ্চলেও এমন কোনো নেতা নেই, যার নামে একাধিক মামলা হয়নি।’
সরকার প্রতিবেশী একটি দেশের তাবেদারি হয়ে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা। তিনি বলেন, ‘ওই বিদেশি শক্তির সহায়তায় ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘যুবলীগ কর্মী নূর হোসেন নিজের রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। অথচ এখন আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে আরেক স্বৈরাচার এরশাদের সঙ্গে মিলে নিজে স্বৈরাচারী আচরণ করছে। তারা এখন স্বৈরাচার স্কয়ারে রূপ নিয়েছে।’ এ সরকারকে হটিয়ে ‘গণতান্ত্রিক সরকার’ প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ প্রমুখ।