বাংলাদেশের লক্ষ্য ৩০৩!
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১৭,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৫
স্পোর্টস ডেস্ক :: ধারাভাষ্য কক্ষে বসে সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হোসেন বলছিলেন, ‘তাহলে কি এক মিলিমিটারের জন্যই সেমিফাইনাল যাওয়া হবে না বাংলাদেশের?’ আম্পায়ারিং বিতর্কে প্রথমে এক মিলিমিটার দূরত্বের জন্য ‘পিচড আউটসাইট লেগ স্ট্যাম্প’ দেখিয়ে ডিআরএস নেননি আম্পায়ার ইয়ান গোল্ড। মাশরাফি বিন মুর্তজার বলে তখন সামনে ছিলেন সুরেশ রায়না।
এরপর আবারও খলনায়ক সেই ইয়ান গোল্ডই। এবার রোহিত শর্মার হাটু বরাবর বলকে ‘নো’ ডেকে আবারও নতুন বিতর্কের জন্ম দেন তিনি। শেষ অবধি রায়না ৬৫ ও রোহিত শর্মা ১৩৭ রানে বড় স্কোর গড়ে ভারত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ভারত ছয় উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে করেছে ৩০২ রান। সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে করতে হবে ৩০৩ রান।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া রুবেল হোসেন, মাশরাফি ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।