ক্রিকেট নিয়ে ভারতীয় মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন ফারুকী
প্রকাশিত হয়েছে : ৭:১১:৫১,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: আর মাত্র একদিন পরই ভারত বনাম বাংলাদেশের খেলা। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটদল নিয়ে ভারতীয় চলচ্চিত্র তারকা ও প্রাক্তন খেলোয়াড়দের বিরূপ মন্তব্যের জের ধরে দেশজুড়ে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। সে ঝড়ের বাইরে নন দেশের বিনোদন জগতের তারকারাও। কিছুদিন আগে সংগীতশিল্পী আসিফ মুখ খোলার পর এবার ক্রীড়ামোদী তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দিলেন শান্তির ডাক।
ফারুকী তার স্ট্যাটাসে বলেন-
এটা একটা খেলা মাত্র, ভাই ও বোনেরা আমার!
আমরা ভারতের সাথে সার্বভৌমত্ব রক্ষার কোনো রকম যুদ্ধে অবতীর্ণ না। যেমন পাকিস্তানের সাথে খেলাও স্রেফ খেলা, মুক্তিযুদ্ধের কোনো নতুন অধ্যায় না।
এটা সত্য যে ভারতের কিছু সাধারণ মানুষ, চলচ্চিত্র তারকা, বা প্রাক্তন খেলোয়াড়ের মাথা বিগড়েছিলো। কিন্তু সেটা গোটা ভারতের কোনো ব্যাপার না । একশো কোটি লোকের দেশে কয়েক শ লোকের মাথা বিগড়ানো অস্বাভাবিক না। তার উত্তর মোটামুটি এই দিক থেকেও যথেষ্ট ভালো ভাবে দেয়া হয়েছে ।
এখন আসেন আমরা খেলা উপভোগ করি। হারতেও পারি, জিততেও পারি। হারলেও আমরা যে উন্নতি করছি এটা মিথ্যা হয়ে যাবে না, আর জিতলেও ভারতের স্বাধীনতা সূর্য অস্ত যাবে না ।
আসেন আনন্দ করে, ফুর্তি করে খেলা দেখি।
কারন স্যার আইজাক নিউটন বলেছেন “লাইফ ইজ এ প্লে বয়” মানে “জীবন ছেলেখেলা ছাড়া কিছু নয়” ।