পৃথক পাঁচ মামলায় ফখরুল, ফালু ও রিজভীর জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:১০,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক পাঁচ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন দায়রা জজ আদালত। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত)মো. ইমরুল কায়েস রোববার সকালে এ আদেশ দেন।
মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানার ২ মামলা, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মিরপুর থানার এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। ১ ফেব্রুয়ারি রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে মিরপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।
৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবাব) সদস্যদের হাতে আটক হন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আটকের পর যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।