আইপিএলের ধারাভাষ্যে আতহার আলী খান
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৫৭,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই তার প্রাণবন্ত কণ্ঠস্বর। বাংলাদেশের এই জনপ্রিয় ধারাভাষ্যকার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলা ধারাভাষ্য দিচ্ছেন।
শনিবার শুরু হওয়া চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে তিনি আইপিএল যাত্রা শুরু করেছেন। ভারতের বাংলা টিভি চ্যানেল জলসা মুভিজে সরাসরি সম্প্রচার হওয়া ওই ম্যাচে ধারাভাষ্য দেন তিনি।
আতহার আলী খান সাধারণত ইংরেজিতে ধারাভাষ্য দিয়ে থাকেন। কিন্তু আইপিএলে জলসা মুভিজে তিনি ধারাভাষ্য দিচ্ছেন বাংলায়! বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে ব্যাপারটি এসেছে চমক হিসেবে।