নিজেই নিজের কুলখানি করলেন আমীর
প্রকাশিত হয়েছে : ১০:১৮:০১,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বয়স ৬০ পার। এখনও বাবা হতে পারেননি। বুকজুড়ে শূন্যতা। কিন্তু রয়েছে অঢেল সম্পদ।
নিজের সন্তান না থাকায় মৃত্যুর পর কে কুলখানি করবে- এমন চিন্তা থেকে জীবিতাবস্থায় নিজের জন্য নিজেই কুলখানি করে সবার কাছে দোয়া চেয়েছেন আমীর হোসেন।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের প্রায় ২০০০ মানুষকে আমন্ত্রণ করে নিজের কুলখানি নিজেই করেন আমীর হোসেন।
তিনি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামে মৃত ইমাম গাজীর ছেলে।
এ ঘটনায় পাশের গোটা উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত পর্যন্ত গড়িয়েছে আমীরের কুলখানির খবর।
স্থানীয়রা জানায়, আমীর হোসেনের কোনো সন্তান নেই। মৃত্যুর পর তার জন্য কুলখানি করে দোয়ার আয়োজন করার মতো কেউ না থাকায় নিজেই নিজের কুলখানির আয়োজন করেন তিনি।
এই কুলখানিতে আমীর হোসেন এলাকার অন্তত ২০০০ লোককে আমন্ত্রণ করেছিলেন। এতে তিনি ব্যয় করেছেন তিন লক্ষাধিক টাকা। দাওয়াতে অংশ নিয়েছেন এলাকাবাসী, আলেম-ওলামা, অসহায়, ভিক্ষুকসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
আমীর হোসেন বলেন, ‘আমার সন্তান নাই। মৃত্যুর পরে কে আমার জন্য কুলখানি করে দোয়ার ব্যবস্থা করবে? এজন্য আমি নিজেই নিজের জন্য দোয়ার ব্যবস্থা করেছি। যদি আল্লাহ আমাকে মাফ করেন, এই আশায়।’