হবিগঞ্জে ব্যালট পেপার ছিনতাই মামলার আসামি ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১:৪১:১৭,অপরাহ্ন ১১ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: হবিগঞ্জের বাহুবলে উপেজলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন রামপুর চা বাগান অফিস কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ। মামলার নং ০৪/১৯ ধারা ৪৪৭/৪৪৮/৩৩২/৩৫৩/১৮৬/৩৮২/৩৪ দ.বি.।
মামলায় ব্যালট পেপার ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে মামলাটি করা হয়। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
রোববার উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বেলা আড়াইটার দিকে রামপুর বাগান কেন্দ্রে উপস্থিত হন আজমল হোসেন চৌধুরী। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ভোট কোন প্রতীকে বেশি পড়ছে দেখতে চাইলে ভোটগ্রহণ কর্মকর্তারা অস্বীকৃতি জানান। এ সময় তারা সামনে থাকা ৫০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যান।পরে চাপের মুখে ওই চেয়ারম্যানসহ তার কর্মীরা ছিনতাইকৃত ৫০০ ব্যালট পেপার ফেরত দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, তারা হুট করে এসে ৫০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যান। পরে তারা সেগুলো ফেরত দিয়েছে। এ নিয়ে ভোটগ্রহণে আমাদের কোনো সমস্যা হয়নি।
বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ৫০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে।