ওসমানী হাসপাতাল মর্গে অজ্ঞাত মহিলার লাশ, স্বজন খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৫৫,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ৩৫ বছরের এক অজ্ঞাত মহিলার লাশ রয়েছে। এ লাশের স্বজনদের খুঁজছে পুলিশ। গত ২৪ ফেব্র“য়ারি ওসমানী হাসপাতালের নিচ তলার সিড়ির পাশ হতে ওই অজ্ঞাত মহিলাকে উদ্ধার করে পুলিশ।
পরে কোতোয়ালী থানার এসআই অনুপ দাস ওসমানী হাসপাতাল মর্গে লাশটি রাখেন। মহিলার গায়ের রং কালো ও পড়নে শাড়ি ছিল। মেয়েটি লম্বা ৫ ফুটের মতো।এ ব্যাপারে কোতায়ালী থানায় একটি জিডি করা হয়েছে। যার নং- ২০২ (০৩/০৩/২০১৯)।