টাইগারদের জয়ে রাষ্ট্রনেতাদের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১:১৫:১৬,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানের জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রনেতারা। গণমাধ্যমে পাঠানো এক বার্তার মাধ্যমে টাইগারদের অভিনন্দন বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
অপর এক পৃথক বার্তায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এছাড়া পৃথক বার্তায় টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলী নেতা রওশন এরশাদসহ আরও অনেক রাষ্ট্র নেতারা।
আজ সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের এ জয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড। রাষ্ট্রনেতাদের দেয়া শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানান তাঁরা।