রংপুরে পুলিশ হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৬৮
প্রকাশিত হয়েছে : ১২:২০:০০,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার সময় পুলিশ কনস্টেবল মোজাহার হত্যা মামলার আসামি জামায়াত নেতা ফারুকসহ নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(৬ মার্চ’২০১৫) রাত থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মামলার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পীরগাছা থানার কনস্টেবল মোজাহার আলীকে কুপিয়ে হত্যা করে। এই মামলার পলাতক আসামি জামায়াত নেতা ফারুকসহ (৩৮) নাশকতার অভিযোগে জামায়াতের ২২ ও বিএনপি ৫ নেতাকর্মীসহ মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম।