বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ মুক্তি পাচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ৯:০৮:০০,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: আজ সারাদেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’।
রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘কার্তুজ’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।
ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করছেন বাপ্পারাজের ছোট ভাই সম্রাট ও তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন ফারজানা রিক্তা। এই ছবিটির মধ্য দিয়ে ফারজানা রিক্তার রুপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে।
ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম, সিরাজ হায়দার, শিরীন আলম, সোহান খান, নিপুণ, শিমুল খান প্রমুখ।
গত ২ নভেম্বর ছবিটি সেন্সরের ছাড়পত্রের জন্য জমা দেয়া হলে গত ৬ নভেম্বর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় এ ছবি।