নাশকতার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ২০ দল
প্রকাশিত হয়েছে : ১১:২৬:০২,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
জাতিসংঘের তত্ত্বাবধানে নাশকতার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। আজ রোববার বিকেলে এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব গণহত্যা, বিচার বহির্ভুত হত্যা, অপহরণ, পেট্রোলবোমার মতো নাশকতা, মানবাধিকার লঙ্ঘনসহ সহিংসতায় জড়িতদের শনাক্ত ও বিচার করা হোক।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘২০ দলের নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানিয়ে এসেছি। শাসক শ্রেণিই গণআন্দোলনকে কলুষিত করে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে রুপদানের কুৎসিত অপচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারী সন্ত্রাসীরা পেট্রোলবোমাসহ নাশকতা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।