স্ত্রীর স্বীকৃতি চেয়ে ২৪ ঘণ্টার অনশন নবম শ্রেণির ছাত্রীর
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:১১,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
স্ত্রীর স্বীকৃতি চেয়ে নবম শ্রেনীর এক ছাত্রী তার দাবিকৃত বরের বাড়িতে অনশন কর্মসূচি পালন করেছে। পরে পুলিশ এসে সেই ছাত্রী এবং সেলিম হোসেন (১৮) নামের ছেলেটিকে আটক করে। মেয়েটি সোমবার দুপুরে সেলিমের বাড়িতে অবস্থান নেয়। পরে এলাকাবসীর হস্তক্ষেপে পুলিশ তাদের আটক করে।
নবম শ্রেণীর ছাত্রী দাবি করে, নোটারী পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয় এবং বিয়ের পর তাদের সর্ম্পক গড়ে ওঠে। যার সকল কাগজপত্র ছেলেটির কাছে রয়েছে। ছেলে পক্ষ বিয়ে মেনে না নেওয়ায় সেলিমের বাড়িতে অনশনের পর আজ মঙ্গলবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে এলাকাবাসী তাকে রক্ষা করে। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী খবর দিলে পুলিশ তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উভয় পক্ষের অভিভাবকদের সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।