আপনার ছোট্ট সন্তানটির সাথে ভালোবাসাময় সম্পর্ক গড়ে তুলুন
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৩১,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
লাইফ স্টাইল ডেস্ক: সন্তানের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন অসীম ধৈর্য ও অনেক ভালোবাসা। সন্তান জন্মের পর প্রথম কয়েকটি মাস খুব অন্যরকম হয়, কারণ রাত জাগতে হয় এবং স্বাভাবিক ভাবে রাত জাগার কারণে মায়েরা খুব ক্লান্ত থাকেন। এবং পাশাপাশি নিজের ফুটফুটে আদরের সন্তানকে বুকের কাছে পাওয়ার আনন্দটাই অনেক বেশি। সন্তান লালন পালন করতে গিয়ে মনের অজান্তেই একটি কথা চলে আসে তা হল, ভালো মা হতে পারছি তো? সন্তানের সমস্ত চাহিদা তাদের মনের ইচ্ছা গুলো বুঝতে পারছি তো? এই ধরণের প্রশ্ন মা হিসেবে মনের মাঝে উকি দেয়া খুব স্বাভাবিক ব্যাপার। তাই আদরের সন্তানের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলতে জেনে নিন কিছু বিষয়।
• বাচ্চা যত ছোটই হোক না কেন তাকে কখনোই জীবিত পুতুল ভাববেন না। যদি কোন কারণে তার প্রতি আপনার অনীহা থাকে নিজের মন থেকে এই ধারণা ছুড়ে ফেলুন। কারণ সন্তানকে কোন মা যদি একবার বুকে নেয় তখন কোন মায়ের পক্ষেই সম্ভব না থাকে এড়িয়ে চলা।
• বাচ্চা যতই ছোট হোকনা কেন তার সাথে খুব ধীরে ধীরে কথা বলুন। ঘুম পাড়ানোর সময় ছড়া পড়ুন। গান গাইতে পারেন কিংবা ঘরেই খুব হালকা ভলিউমে গান ছাড়তে পারেন।
• সন্তানকে যখন আপনি নিজের বুকের দুধ খাওয়াবেন সেই সময়ের মুহূর্তটা পৃথিবীর সব মায়েদের কাছে খুব অসাধারণ একটি মুহূর্ত এবং এই সময়টাতেই সন্তানের সাথে মায়ের খুব মজবুত সম্পর্ক তৈরি হয়।
• কখনোই বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। তার কখন খেতে ইচ্ছা করে সেইদিক খেয়াল রাখুন। ওর কাছাকাছি থাকুন, রাতে কখনো খুব ছোটো সন্তানকে আলাদা করে ঘুম পারাবেন না, আপনি এবং সন্তানের বাবা, আপনাদের দুজনের মাঝখানে সন্তানকে ঘুম পাড়ান।