ইন্টারনেট সুবিধা দিতে ৭০০ স্যাটেলাইট মহাকাশে!
প্রকাশিত হয়েছে : ১২:০০:০৫,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি নিউজ: ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী ও ছোট আকারের কৃত্রিম উপ্রগহ তৈরিতে কাজ করছেন টেসলা মোটরসের প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহী এলন মাস্ক এবং গুগলের সাবেক নির্বাহী গ্রেগ ওয়াইলার। তাদের লক্ষ্য, মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেয়া।
এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২৫০ পাউন্ডেরও কম ওজনের ৭০০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চান তারা।
মাস্ককে মূলত প্রযুক্তি উদ্যোক্তা হিসেবেই চেনেন সবাই। তিনি গাড়ি নির্মাতা টেসলা মোটরসের প্রধান নির্বাহী। এ ছাড়া সোলার সিটি নামের একটি সৌরশক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। স্পেসএক্স নামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানেরও প্রধান নির্বাহী তিনি।
ওয়াইলার ও মাস্ক তাদের পরিকল্পনা বাস্তবায়নে অনেকদূর এগিয়েছেন বলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। কম খরচে কৃত্রিম উপগ্রহ তৈরিতে তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কলোরাডোয় কারখানা তৈরির কথাবার্তা শুরু করেছেন। তাদের এই প্রকল্পে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে।