মঙ্গলবারের কার্যতালিকায় নিজামীর আপিল মামলা
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:১২,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মামলাটি আপিল বিভাগে মঙ্গবারের কার্যতালিকায় এসেছে। আজ সন্ধ্যায় আপিল বিভাগ সূত্রে এ কথা জানা যায়। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ মামলাটি শুনানি করবেন।
চার সদস্যের এ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত বছরের ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন নিজামীর আইনজীবীরা। এ আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।
৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।