সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
প্রকাশিত হয়েছে : ৬:১৫:৩৪,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার ::
সিলেটের লালাবাজার এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে একটি ঔষধ কোম্পানীর পিকআপ’র সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টার এ ঘটনায় ঘটনাস্থলেই ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহা সড়কের লালাবাজা ফাসিগাছ নামক স্থানে হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস ও একটি কাভার্ড ভ্যান গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। এছাড়াও বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বাসটি হবীগঞ্জ থেকে সিলেট আসছিল। আর কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল আমল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনারপর এলকাবাসী সড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।